পবিত্রা একাদশী ব্রত মাহাত্ম্য :-



শ্রাবণ মাসের শুক্ল
পহ্মের একাদশী তিথিকে বলা হয়
"পবিত্র একাদশী "কথার

অর্থ হল বিশুদ্ধ,পূত ইত্যাদি
ওই অর্থ অনুযায়ী বলা যায়
যে একাদশীদেবী তার শরণাগত
ভক্তকে বিষয় বাসনা থেকে মুক্ত
করে পরম জ্ঞানের আলোকে পবিত্র
করে ভগবান লাভে সহায়ক
করেন,তিনি হলেন
"শ্রীশ্রীদেবী পবিত্রা একাদশী "
পৌরাণিক আখ্যান থেকে জানা যায়
দ্বাপর যুগের শুরুতে মাহিষ্মতিপুরের
রাজা মহীজিৎ এর নানা সদগুণ থাকলেও
তার মনে বিষয়াসক্তি ছিল খুবিই প্রবল।
কিন্তু এমন হওয়ার কারন কি?
বিষয়ে জানার জন্য পাত্র মিত্রসহ একসময়
তিনি তারি রাজ্যের অপর
প্রান্তে বসবাসকারী লোমশমুনির নিকট
গিয়ে উপস্তিত হন।রাজা সব
কথা জানালে মুনিবর ধ্যানস্থ
হয়ে পূর্বজন্মের বৃত্তান্ত অবগত হয়ে বলেন
তিনি পূর্বজন্মে এক চলমান
ব্যবসায়ী ছিলেন এবং তার মন সে সময়
শুদ্ধ ছিল না।ওই সময় জলপানের জন্য
আসা -বৎস গাভীকে তাড়িয়ে গুরুতর
পাপ করেছিলেন। তারি ফলে এই
জন্মে রাজার এই দুর্গতি।তারপর
রাজা মুনিবরের নির্দেশে এই পবিত্র
একাদশী ব্রত পালন করেন এবং তার মনের
ইচ্ছা পূর্ণ হয়।
শ্রীকৃষ্ণ
কাহিনী সবিস্তারে পাণ্ডুপুত্রদের
বলে ওই একাদশী ব্রতের মাহাত্ম্য
প্রসঙ্গে জানান যে,যারা ঈশ্বর
চিন্তা করে এই
লোকে এবং পরলোকে আনন্দ
পেতে চান,তাদের শাস্ত্র অনুযায়ী এই
ব্রত নিষ্ঠাসহ ভক্তিভাবে পালন
করতে হবে।(ভবিষ্যপুরাণে,
একাদশী ১৮/৮০)

তিথি।পবিত্র

No comments

Powered by Blogger.